১৫ই অাগস্ট, বুধবার সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের জাতীয় শোক দিবস উদযাপন
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরি : বাংগালির জীবনে অাগস্ট মাস শোকের মাস।১৯৭৫ সালের ১৫ই অাগস্ট জাতির জনক বঙ্গবনধু শেখ মুজিবুর রহমান নিজ বাসভবনে বিপথগামী একদল সৈন্যের হাতে পরিবারের অন্যান্য সদস্য সহ শাহাদাৎ বরন করেন। সেই শোকাবহ দিনটি স্মরণে যুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ আগামী ১৫ই অাগস্ট, বুধবার “দোয়া ও আলোচনা সভা”র আয়োজন করেছে। ঐদিন সন্ধ্যা ৮.১৫মিনিটে স্থানীয় গরমেট রেস্টুরেন্টে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জনাব আবদুস সামাদ আজাদ।
জাতীয় শোক দিবসের অনুষ্ঠান উপলক্ষে শিশু-কিশোরদের অংশগ্রহনে চিএাংকণ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
পনেরই অাগস্ট উদযাপন উপলক্ষে বিশিষ্ট আওয়ামী লীগ নেতা জনাব কামাল হোসেনকে আহবায়ক,শেখ শওকত শিমুলকে সদস্য সচিব করে জাতীয় শোক দিবস উদযাপন কমিটি গঠন করা হয়েছে। সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম শাহজাহান এবং সাধারন সম্পাদক কুতুবউদদীন এমরান উক্ত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকলকে সপরিবারে যোগদানের মাধ্যমে অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তোলার জন্য আহবান জানিয়েছেন।