মার্কিন আধিপত্যের দিন শেষ: ইরান

420

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন যুক্তরাষ্ট্রের আধিপত্য বিশ্বকে অসুস্থ ও বিরক্ত করে তুলেছে। বিশ্ব আর টুইটারে দেয়া একনায়কের আদেশ শুনবে না। এক টুইট বার্তায় এ কথা বলেন তিনি। আল জাজিরা।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিশ্ব যে যুক্তরাষ্ট্রকে আর মানছে না তা ইউরোপ, চীন ও রাশিয়াসহ কয়েক ডজন দেশের নেতাদের প্রশ্ন করলেই বোঝা যাবে।’

এদিকে নতুন করে অবরোধ আরোপের একদিন পর তেহরানে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হো এর সঙ্গে বৈঠক করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

এ ঘটনাকে ঔদ্ধত্যের প্রকাশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। উভয় দেশই বর্তমানে যুক্তরাষ্ট্রের আরোপ করা অবরোধ সহ্য করছে।
এ বৈঠককে ‘সর্বোচ্চ উত্তেজনাকর’ আখ্যা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পও।

তেহরানে আল-জাজিরার সংবাদদাতা জেইন বাসরাভি বলেন, ‘ইরান দেখাতে চাইছে যুক্তরাষ্ট্র ছাড়াও তাদের অনেক বন্ধু আছে।’

Leave A Reply

Your email address will not be published.