শিক্ষার্থীদে’র আন্দোলনে-জামায়াত-শিবি’র, বিএনপি’র সন্ত্রাসী তান্ডবের তীব্র নিন্দা-প্রতিবাদ

409

নিরাপদ সড়কের দাবিতে ‘কোমলমতি শিক্ষার্থীদে’র চলমান আন্দোলনে-অনুপ্রবেশ করে, জামায়াত ও রগকাটা শিবির এবং বিএনপি’র সন্ত্রাসীরা রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে-হামলা করে, সন্ত্রাসী তান্ডব চালিয়েছে, চালাচ্ছে, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে, নেদারল্যান্ডস (হল্যান্ড) আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ। এই সন্ত্রাসী কর্মকান্ডের হুকুম ও উস্কানীদাতাসহ জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার করে, দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবীও জানান সংগঠনের নেতারা। এবং যারা মিথ্যা ও বিকৃত গুজব ছড়াচ্ছে-তাদেরকেও কঠোর হস্তে দমন করার দাবীও জানান-তারা।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, নিরাপদ সড়কের ইস্যুতে ‘কোমলমতি শিক্ষার্থীদে’র সকল দাবী সরকার ইতোমধ্যে মেনে নিয়েছেন। ‘কোমলমতি শিক্ষার্থীরা’ স্কুলের ক্লাসে ফিরতে শুরু করেছেন। এরপরেও বিএনপি ও তাদের দোসর স্বাধীনতাবরোধী জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের পোষাক ব্যবহার করে, পরিকল্পিতভাবে পুলিশ, সাংবাদিক ও ছাত্রলীগের নেতা-কর্মী এবং শিক্ষার্থীদের ওপর বিভিন্ন ধরণের অস্ত্রসহ হামলা করছে। গাড়ী ভাংচুর করছে। দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে ধববংস করাই এদের উদ্দেশ্য। এরা দেশের বিরুদ্ধে সর্বদা গভীর ষড়যন্ত্রে লিপ্ত। ষড়যন্ত্রের অংশ হিসেবে এরা প্রবাসেও সক্রিয়। যে কোন মূল্যে দেশ-বিদেশে এদেরকে প্রতিহত করতে হবে। প্রবাসেও এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সচেতন, সতর্ক ও সোচ্চার থাকার জন্যও সকলের প্রতি উদাত্ত আহবান জানান সংগঠনের সকল নেতৃবৃন্দ।

বিবৃতিতে-স্বাক্ষরকারীরা হলেনঃ নেদারল্যান্ডস (হল্যান্ড) আওয়ামী লীগের সভাপতি, জনাব মাঈদ ফারুক, সহ-সভাপতি এমদাদ হোসেন, এমরান হোসেন, সন্দীপ কুমার দাস, জাকিরুল হক টিপু, আবরার হোসেন শামীম, উপদেষ্ঠা পরিষদের সদস্য জনাব মতিউর রহমান, সাধারণ সম্পাদক মোস্তফা জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল শীল, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবদীন, রশীদ রানা ও জসিম উদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক ইকবাল বাবুল, প্রবাসী কল্যাণ সম্পাদক বিষ্ণু বিস্বাস, জনসংযোগ সম্পাদক ফজলুর রহমান, যুব ক্রীড়া সম্পাদক শামীম আক্রাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ভূশন নাথ, সাংস্কৃতিক সম্পাদক নীপু দাশ ও কোষাধ্যক্ষ লক্ষন সরকার, কার্যনির্বাহী সংসদে’র সদস্য আলাউদ্দিন মোল্লা, জাহিদ হোসেন, নূরুল ইসলাম নোমান, আশিক, আতিকুর রহমান, কামাল হোসেন, মাসুদ, তপন সরকার, সদস্য সাইফুল ইসলাম, মশিয়ুর রহমান, ওয়াজেদ মিয়া ও বোরহান উদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

Leave A Reply

Your email address will not be published.