লস এঞ্জেলেসে বাফলা চ্যারেটি ফান্ড রাইজিং ডিনার ঃ ২৮ হাজার ডলার সংগৃহীত
তপন দেবনাথ : লস এঞ্জেলেস থেকে ঃ লস এঞ্জেলেসে বাফলা ( বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস) চ্যারেটি ফান্ড রাইজিং ডিনারে ২৮ হাজর ডলার সংগৃহিত হয়েছে। গত ৪ আগস্ট বাংলাদেশি অধ্যুষিত অভিজাত গার্ডেন সুইট হোটেলে এই ফান্ড রাইজিং ডিনার অনুষ্ঠিত হয়। বাফলার সাধারণ সম্পাদক শহীদ আলমের পরিচালনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাফলার বর্তমান সভাপতি নজরুল আলম। তিনি বাফলার অন্যান্য নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন। শিপার চৌধুরীর সঞ্চলনায় মঞ্চে গিয়ে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও ব্যক্তি পর্যায়ে তাদের অনুদানের অর্থ ঘোষণা করেন। অনেকে কর্ম ব্যস্ততার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও তাদের অনুদানের চেক পাঠিয়ে দেন। আবার কোনো কোনো অনুদানকারী তাদের নাম প্রকাশ না করার ইচ্ছা পোষণ করেন। এভাবে অনুষ্ঠানে মোট ২৮ হাজার ডলার সংগৃহিত হয়।
বাফলা চ্যারিটি ফান্ডে সংগৃহীত সকল অর্থ আত্মমানবতার সেবায় ব্যয় করা হয়। এ সংগঠনের পক্ষ থেকে ক্যালিফোর্নিয়ার দুটি মুসলিম কবরাস্থানে ১০টি কবরাস্থান ক্রয় করা হয়েছে এবং ইতোমধ্যে একজনকে সমাধিস্থ করা হয়েছে। নাটোরে হতদরিদ্র ২০টি পরিবারকে বাফলা চ্যারিটি ফান্ডের পক্ষ থেকে ঘর করে দেওয়া হয়েছে, দুজন বীর মুক্তিযোদ্ধাকে পুনর্বাসিত করা হয়েছে এবং বর্তমানে রোহিঙ্গা শিশুদের নিয়ে কাজ করার আয়োজন চলছে।
এছাড়া বাংলাদেশে শীতার্তদের মধ্যে কম্বল ও জ্যাকেট বিতরণ, লস এঞ্জেলেসে দুঃস্থদের মধ্যে জ্যাকেট বিতরণ ,খাদ্য বিতরণ, স্বাস্থ্য মেলার আয়োজনসহ বহু জনহিতকর কাজের আয়োজন করে থাকে। উল্লেখ্য যে ২০১২ সালে বাফলার সভাপতি সামসুদ্দিন মানিক ও সহসভাপতি কাজী মশহুরুল হুদা বাংলাদেশে প্রথম শীতার্তদের মধ্যে বস্ত্র বিতরণের মধ্যে দিয়ে বাফলা চ্যারিটি কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে আগত সবাইকে সুস্বাদু নৈশভোজে আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানের শেষভাগে প্রবাসী শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।