শহিদুল আলম ৭ দিনের রিমান্ডে

338

ঢাকা : দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।সোমবার বিকেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে রমনা থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর ৭দিনের রিমান্ড মঞ্জুর করেন।ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও উসকানি ছড়ানোর অভিযোগে শহীদুল আলমের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার বিকেলে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) উত্তরের পুলিশ পরিদর্শক মেহেদী হাসান বাদী হয়ে রমনা থানায় মামলাটি করেন।ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শহীদুল আলমের বিরুদ্ধে আইসিটি আইনের ৫৭ ধারায় মামলা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক আরমান আলী তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এর আগে, রোববার রাতে শহীদুল আলমকে তার ধানমন্ডির বাসা থেকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.