যুক্তরাষ্ট্রে গুলিতে নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

374

যুক্তরাষ্ট্রের শিকাগো নগরীর বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের এলোপাথাড়ি গুলিতে পাঁচজন নিরীহ মানুষের নিহত এবং অনেক মানুষের আহত হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ‘আমি আমার নিজের এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আপনাদের প্রতি এবং আপনার মাধ্যমে নিহত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক জানাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘এই শোকাবহ মুহূর্তে আমরা যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং আশা করি, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না।’

বাংলাদেশের প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন।

Leave A Reply

Your email address will not be published.