শিক্ষার্থীদের আন্দোলনের বিজয় ছিনিয়ে নিতে রাজনৈতিক দুর্বৃত্তরা মাঠে: মেনন

360

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, শিক্ষার্থীদের এই আন্দোলন ছিল অনন্য, কিন্তু এই সাফল্য ধরে রাখতে এখন সময় হয়েছে তাদের ফিরে যাবার। কারণ তাদের এই বিজয়কে ছিনিয়ে নিতে রাজনৈতিক দুর্বৃত্তরা ইতিমধ্যে মাঠে নেমেছে এবং হত্যা, ধর্ষণের গুজব ছড়িয়ে এসব শিক্ষার্থীদের পথভ্রান্ত করতে চেষ্টা করছে।

আজ রবিবার সকাল ১১টায় মিন্টো রোডের বাসভবনে শান্তিবাগ স্কুল এন্ড কলেজ ম্যানেজিং কমিটি ও শিক্ষক-শিক্ষার্থীদের সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সাবেক ওয়ার্ড কমিশনার ও শান্তিবাগ স্কুল এন্ড কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি শেখ সেকেন্দার আলী।

রাশেদ খান মেনন বলেন, কিশোর ছাত্ররা গত কয়দিন ধরে গণপরিবহণের ক্ষেত্রে যে নৈরাজ্য বিরাজ করছিল তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তারা এটাও দেখিয়েছে যে, রাস্তায় শৃংঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব এবং এটা নির্ভর করে যদি আমরা আইনের যথাযোগ্য প্রয়োগ করি।

তিনি বলেন, আওয়ামী লীগ কার্যালয়ে যে রাজনৈতিক দুর্বৃত্তরা আক্রমণ ঘটিয়েছে তারা বিএনপি-জামায়াত নামে পরিচিত।
এখন ছাত্রদের আন্দোলনের সফলতার স্বার্থেই তাদেরকে শিক্ষালয়ে ফিরে যেতে হবে। শিক্ষক-অভিভাবকদের এক্ষেত্রে দায়িত্ব রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.