ঢাকায় বার্নিকাটের গাড়িতে হামলার অভিযোগ

336

মোটরসাইকেল আরোহীসহ একদল সশস্ত্র লোক রাজধানীর মোহাম্মদপুরে মার্শা বার্নিকাটের গাড়িতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র দূতাবাস।

আজ রবিবার যুক্তরাষ্ট্র দূতাবাস এক বিবৃতিতে জানায়, শনিবার ঢাকার মোহাম্মদপুর এলাকায় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। রাষ্ট্রদূত ও তার নিরাপত্তায় নিয়োজিত দল অক্ষত অবস্থায় ঘটনাস্থল ত্যাগ করেন। হামলায় রাষ্ট্রদূত, তার গাড়িচালক ও নিরাপত্তা স্টাফদের কোনো ক্ষতি হয়নি। তবে রাষ্ট্রদূতের নিরাপত্তা দলের দুটি গাড়ির কিছুটা ক্ষতি হয়েছে।

এই ঘটনায় দ্রুত সাড়া দেওয়ায় ঢাকা মহানগর পুলিশ এবং নিরাপত্তা কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র দূতাবাস।

Leave A Reply

Your email address will not be published.