গণপরিবহন শূন্য রাজধানী
নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে রবিবার রাজধানীতে সব গণপরিবহন বন্ধ রয়েছে। এ ছাড়া ঢাকা থেকে দূরপাল্লার সব গণপরিবহন চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। রাজধানী থেকে ছেড়ে যায়নি আন্তঃনগরসহ দূরপাল্লার কোনও পরিবহন।
বাসপরিবহন মালিক ও শ্রমিকরা বলছেন, তারা চাইলেও রাস্তায় পরিবহন নামাতে পারছেন না। নামালেই নানা অজুহাতে ভাঙচুর করা হচ্ছে। এখনও তারা সড়কে নিরাপদ মনে করছেন না। তাদের অভিযোগ, সঠিক কাগজপত্র থাকার পরেও অনেক পরিবহন ভাঙা হয়েছে।
সকালে নগরীর সায়েদাবাদ বাস টার্মিনালে দেখা গেছে, গত কয়েকদিনের মতো আজও কোনও ধরণের গণপবিহন ছাড়েনি। শ্রমিকরা রাস্তা বন্ধ করে রেখেছেন। একই অবস্থা বিরাজ করছে মহাখালী, শ্যামলী, গাবতলী ও গুলিস্তান বাস টার্মিনালেও।
শিক্ষার্থীরা বৈধ গাড়ি ও চালকদের কোনও সমস্যা করছে না। তারা অবৈধ পরিবহন ও চালকের গাড়ি আটকে দিচ্ছে। সকালে রামপুরা ব্রিজে কয়েকজন শিক্ষার্থী জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে সরিয়ে দিয়েছে বলে কয়েকজন শিক্ষার্থী। রাজধানীর শাহবাগ, জিগাতলা, মিরপুর ও উত্তরাতে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে বলে খবর পাওয়া গেছে।