আওয়ামী লীগ ধানমন্ডি কার্যালয়ে দুর্বৃত্তদের হামলা

364

ঢাকা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষার্থী নামধারী কিছু দুর্বৃত্ত আজ বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে হামলা চালিয়েছে।‘বিএনপি-জামায়াত একটি অরাজনৈতিক আন্দোলনকে নোংরা পথে পরিচালিত করতে এ হামলা চালিয়েছে বলে জানান তিনি।

হামলার পর পরই আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের সাংবাদিকদের আরো বলেন, ‘এদের হামলার ধরণ দেখেই বুঝা যায় এটি একটি পরিকল্পিত হামলা। তাদের কারো কারো হাতে আগ্নেয়াস্ত্রও ছিল। তারা অপকর্ম করে সাধারণ শিক্ষার্থীদের ওপর দায় চাপাতে চাচ্ছে। আমরা সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে এখন শংকিত।’

এ হামলায় আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী আহত এবং এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.