২৯ শে জুলাই জালালাবাদের মতবিনিময় সভা
বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বাংলা অকুতভয় সৈনিক ও সিলেটের কৃতি সন্তান জেনারেল আতাউল গণি ওসমানীর ১০০তম জন্ম বার্ষিকী উত্তর আমেরিকার সর্ববৃহৎ সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের উদ্যোগে ব্যাপকভাবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মহৎ অনুষ্ঠানকে সফল ও স্বার্থক করে তুলতে আগামী ২৯ শে জুলাই রোববার জালালাবাদ কার্যালয়ে বৃহত্তর সিলেটের প্রতিটি জেলা-উপজেলা-থানার আঞ্চলিক সামাজিক-সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভা আহ্বান করা যাচ্ছে।
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর সভাপতি জনাব বদরুল খান ও সাধারণ সম্পাদক জনাব জুয়েল চৌধূরী এক যুক্ত বিবৃতিতে জানান যে, আমরা চাই বৃহত্তর সিলেটের প্রতিটি সামাজিক-সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সম্পৃক্ততার মাধ্যমে সিলেট তথা বাংলাদেশের এই কৃতি সন্তানের জন্ম শত বার্ষিকী পালন করতে যা থেকে আমাদের আগামী প্রজন্ম উপকৃত হতে পারে এবং আমরা নিজেরাও এই মহান ব্যক্তিত্বের জীবনী সম্পর্কে বিশদভাবে জানতে পারি।
নেতৃবৃন্দ সকল প্রবাসীদেরকে আগামী ২৯ শে জুলাই রোববার বিকাল ৫ ঘটিকার সময় জালালাবাদ কার্যালয়ে উপস্থিত থেকে তাদের মূল্যবান পরামর্শ প্রদান করার আহ্বান জানান।