সাংবাদিক সুব্রত চৌধুরীর আজীবন সন্মাননা পুরুষ্কার লাভ
আটলান্টিক সিটি থেকে এবিএম নিউজ: আটলান্টিক সিটির বিখ্যাত সাংবাদিক সুব্রত চৌধুরীর আজীবন সন্মাননা পুরুষ্কার লাভ।মেধা,বুদ্ধিমত্তা, যোগ্যতা এং অসামান্য পরিশ্রম একজন ব্যক্তিকে কিভাবে তার অবিষ্ঠ লক্ষ্য পৌছে দিতে পারে তার প্রমান সুব্রত চৌধুরী। কবি,সাহিত্যিক,লেখক এবং সাংবাদিক তার পরিশ্রমের পুরষ্কার হিসাবে গত ১লা আগষ্ঠ বুধবার বাংলাদেশ এসোসিয়েশন অব অ্যাটলান্টিক কাউনটির উদ্যোগে সেন্ড ক্যাসল স্টেডিয়াম এর সুবিশাল প্রান্তরে অনুষ্ঠিত “বাংলাদেশ মেলা – ২০১৮ তে তার সামাজিক, রাজনৈতিক এবং সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আজীবন সন্মাননা পুরুষ্কার লাভ করেন ।তার এই অসামান্য পুরুষ্কারের জন্য বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলান্টিক সিটির সভাপতি আকবর হোসাইন এবং সাধারন সম্পাদক মোঃ শাহীনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বিশেষভাবে অভিনন্দন জানান।
সাত বছর পূর্বে জীবিকা এবং সন্তানের ভবিষ্যত চিন্তা করে যুক্তরাষ্ট্রে প্রবাসী হওয়া সুব্রত চৌধুরী তার লিখনীর মাধ্যমে সাউথজার্সীর বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের খবরাখবর শত ব্যস্ততার মাঝেও বিখ্যাত পত্রিকা প্রথম আলো,ঠিকানা,বাংলাদেশ প্রতিদিনসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন পত্রিকায় পৌছে দিতেন।প্রিন্ট মিডিয়ার পাশাপাশি অনলাইন পত্রিকায় প্রতি সপ্তাহে তার ধারালো লিখনীর কারনে ইতিমধ্যে হলিউড বাংলা নিউজ আটলান্টিক সিটির জন্য বিশেষ স্থান নির্ধারন রেখেছে।
তার সুন্দর লিখনীর জন্য আটলান্টিক সিটির বাংলাদেশীদের পাশাপাশি “বাংলাদেশ এসোসিয়েশন অব অ্যাটলান্টিক কাউনটি”, অধুনাবিলুপ্ত বিএনপির জুবায়ের-কাউছার , স্থানীয় মুনার নেতৃবৃন্দ এবং অধুনাবিলুপ্ত সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের নেতৃবৃন্দের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেন।দীর্ঘ সাত বছর সাংবাদিকতায় উল্লেখিত সংগঠনগুলোর বিপরীতে তাকে কখনও কলম ধরতে দেখা যায়নি।তার পজেটিভ লেখার কারনে বাংলাদেশ এসোসিয়েশন অব অ্যাটলান্টিক কাউনটির নেতৃবৃন্দ তাকে এই সন্মাননা দেন। সকল সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের পজেটিভ এবং নেগেটিভ বক্তব্য তুলে ধরার কারনে দীর্ঘ ২৫ বছরে বাংলা পত্রিকার মোঃ শাহীন, ঠিকানা পত্রিকার মোঃ আলী খান বাবুল, সাংবাদিক হেমায়েত হোসেন, আবু নসর, শেখ শিমুল এবং আকবর হোসেন যে সন্মান অর্জন করতে পারেননি অসামান্য বুদ্ধিমত্তার কারনে তা সাংবাদিক সুব্রত চৌধুরী অর্জন করেছেন।
বর্তমানে সাংবাদিক সুব্রত চৌধুরী প্রিন্ট মিডিয়া, অনলাইন নিউজের পাশাপাশি যুক্তরাষ্ট্রের এনটিভি ,এটিএন বাংলা, বাংলাভিশন, টাইম টিভি, মিলিনিয়াম টিভি, চ্যানেল আই টিভিএন টোয়ান্টি ফোরসহ অনেকগুলো টিভি চ্যানেলে নিয়মিত সংবাদ প্রেরন করেন।আটলান্টিক সিটির সাংবাদিকদের পক্ষ থেকে তার জন্য রইল প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। সাংবাদিক সুব্রত চৌধুরী ইতিমধ্যে আটলান্টিক সিটি সিটি হল, আটলান্টিক কাউনটি এবং ষ্টকটন ইউনিভার্সিটির কবিতা ফোরামসহ বিভিন্ন স্থানে সন্মানিত হয়েছেন এবং অসামান্য অবদানের জন্য ক্রেস্ট অর্জন করেছেন।