নিরাপদ সড়কের দাবিতে শাহবাগে শিক্ষার্থীদের অবরোধ

391

সহপাঠী নিহতের ঘটনায় দোষী চালকের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে ঢাকা ও এর আশপাশে বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বুধবার দুপুরে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা মিছিল সহকারে শাহবাগ মোড়ে জমায়েত হয়েছেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্কুল-কলেজের শিক্ষার্থদের এই অবরোধের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। সেখানে জমায়েত হয়ে তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ শ্লোগান দিতে থাকেন। প্রতিবাদী শিক্ষার্থীরা ফাঁকে বক্তব্যও রাখছিলেন।

উল্লেখ্য, দুই বাসের প্রতিযোগিতায় গত রবিবার রাজধানীর কুর্মিটোলায় বাস চাপায় শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এই হতাহতের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে আজ তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

Leave A Reply

Your email address will not be published.