জাবালে নূর পরিবহনের ওই ২ বাসের রুট পারমিট বাতিল

439

বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের জের ধরে মিরপুর রুটে চলাচলকারী জাবালে নূর পরিবহনের দুটি বাসের রুট পারমিট বাতিল করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানোর সময় বিআরটিএর চেয়ারম্যান এ ঘোষণা দেন।

দুই বাসের প্রতিযোগিতায় রবিবার কুর্মিটোলায় বাস চাপায় শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরো বেশ কয়েকজন শিক্ষার্থী। পরে দুই বাসের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ। শিক্ষার্থীদের দাবি ঘাতক চালকের মৃত্যুদণ্ড ও নিরাপদ সড়ক।

Leave A Reply

Your email address will not be published.