অপপ্রচার বন্ধ করুন, নইলে গণজোয়ারে ভেসে যাবেন: এমপি নিক্সন চৌধুরী
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য বঙ্গবন্ধুর দৌহিত্র মুজিবুর রহমান চৌধুরী নিক্সন মঙ্গলবার বিকালে এক জনসভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহকে উদ্দেশ করে বলেছেন, ফরিদপুর-৪ আসনের উন্নয়ন নিয়ে মিথ্যে অপপ্রচার বন্ধ করুন। গত চার বছরে উক্ত আসনটিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের জোয়ারের সঙ্গে তাল মিলিয়ে দিনরাত নিরলস পরিশ্রম করে জনগণকে সঙ্গে নিয়ে যে উন্নয়ন আমি করেছি তা নিয়ে কাজী জাফরউল্লাহ বিভিন্ন জনসভায় মিথ্যে অপপ্রচার চালাচ্ছেন।
তাকে উদ্দেশ করে সংসদ সদস্য নিক্সন চৌধুরী আরও বলেন, জনগণকে ভালবেসে সত্যিকার উন্নয়ন পারলে বিগত ৪০ বছরে করতেন। এখন আমি উন্নয়ন করছি আর আপনি তা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন। দয়া করে অপপ্রচার বন্ধ করুন নইলে আগামীতে গণজোয়ারে আপনি চীরতরে ফরিদপুর-৪ আসন থেকে ভেসে যাবেন।
মঙ্গলবার বিকালে উপজেলার পৌরসদরের চৌকিঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় পৌর ৫নং ওয়ার্ড জনসভার আয়োজন করেন। জনসভা উপলক্ষ্যে দুপুর থেকেই পৌরসভার হাজারো নারী-পুরুষ বিভিন্ন শ্লোগান দিয়ে জনসভাস্থলে হাজির হয়। এ সময় স্কুল মাঠ ছাড়িয়ে বিভিন্ন ভবনের ছাদ, গাছের মগ ডাল ও নদীর পারে হাজারো মানুষের উপস্থিতি দেখা যায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু জাফর মুন্সি, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজ্জাক ফকির, ২নং পৌর ওয়ার্ড কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওমর আলী, ১নং পৌর ওয়ার্ড কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক হবি, সাবেক উপজেলা মু্িক্তযোদ্ধা কমান্ডার আমিনুল মিয়া, আজিমনগর ইউপি চেয়ারম্যান মোতালেব মাতুব্বর, কালামৃধা ইউপি চেয়ারম্যান লিঠু মাতুব্বর, ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. জাহিদ মুন্সি, ভাঙ্গা কেএম কলেজের সাবেক ভিপি আকরামুজ্জামান মিঠু ও জিএস লাবলূ মুন্সি, আওয়ামী লীগ নেতা এ্যাপোলো নওরোজ, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মাওলা, মিরাজ মোল্লা, জাকু মুন্সি, পারভেজ আহম্মেদ. শ্রমিক নেতা আইয়ুব মাতুব্বর, ডা. মাসুদ শেখ, হায়াত আলী মোল্লা, কামরুল শেক, আলগী ইউপি সাবেক চেয়ারম্যান ম ম ছিদ্দিক মিয়া প্রমুখ।