কমনওয়েলথ মহাসচিব ৮ আগস্ট ঢাকা আসছেন
কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড দুই দিনের সফরে আগামী ৮ আগস্ট ঢাকা আসছেন। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় কমনওয়েলথভুক্ত তিন দেশ সফরের অংশ হিসেবে তিনি শ্রীলঙ্কা ও ব্রুনাই’তেও যাবেন তিনি। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেবেন।
সফর সামনে রেখে এক বিবৃতিতে কমনওয়েলথ মহাসচিব বলেন, শ্রীলঙ্কা, ব্রুনাই ও বাংলাদেশ কমনওয়েলথ পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য। এ অঞ্চলে সংগঠিত অনেক উত্সাহব্যঞ্জক ও ইতিবাচক উন্নয়নের সঙ্গে নিজেকে আরো ঘনিষ্ঠভাবে পরিচিত করানোর দিকে তাকিয়ে আছি।
গত এপ্রিলে অনুষ্ঠিত কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে নেতারা যে অগ্রাধিকার ও প্রতিশ্রুতি দিয়েছেন সেসব নিয়ে তিন দেশের সরকার প্রধান, মন্ত্রী ও অন্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন কমনওয়েলথ মহাসচিব।