ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে জনগণকে সোচ্চার হতে হবে : ড. কামাল

312

ঢাকা: ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে জনগণকে সোচ্চার হতে হবে বলে জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, ‌‘সরকারের হেফাজতে কারাগারে থাকা লেখক মুশতাক আহমেদের মৃত্যু অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। সরকারকে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সত্য ঘটনা জনসম্মুখে প্রকাশ করতে হবে।’

রোববার রাতে গণফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি সদস্য মোশতাক আহমেদের পাঠানো এক শোক বিবৃতিতে এসব কথা বলেন ড. কামাল। কারাবন্দি লেখক মুশতাকের মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি বলেন, তার মৃত্যুতে দেশবাসীর সঙ্গে আমিও মর্মাহত।

দেশের নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ড. কামাল হোসেন বলেন, ‘অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা নামের কালো আইনটি প্রত্যাহার করতে হবে। ডিজিটাল কালো আইন বাতিলে এবং গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে জনগণকে সোচ্চার ও ঐক্যবদ্ধ হতে হবে।’

গত বৃহস্পতিবার রাতে গাজীপুরের কাশিমপুর কারাগারে মৃত্যু হয় ৫৩ বছর বয়সী লেখক মুশতাকের। ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছিলো।

Leave A Reply

Your email address will not be published.