করোনা জয় করলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

370

ঢাকা: শনাক্ত হওয়ার আটদিনের মাথায় করোনামুক্ত হলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। পরপর দুই টেস্টে করোনা নেগেটিভ এসেছে পরিকল্পনামন্ত্রীর।

বুধবার (২১ অক্টোবর) পরিকল্পনা মন্ত্রণালয় থেকে এমন তথ্য জানা গেছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহেদুর রহমান জানান, পর পর দুটি টেস্টে করোনা নেগেটিভ এসেছে। স্যার (মন্ত্রী) এখন সুস্থ আছেন। তবে সামনে আরো একটা পরীক্ষা করা হতে পারে। এর পরে খুব শিগগিরই স্যারকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হবে।

এর আগে, গত ১৩ অক্টোবর করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

Leave A Reply

Your email address will not be published.