স্ত্রীর সঙ্গে অশান্তিতে আত্মহত্যা করতে চেয়েছিলেন শামি!

283

স্পোর্টস ডেস্ক : ভারতের এই সময়ের অন্যতম সেরা পেসার মোহাম্মদ শামির ব্যক্তিগত জীবন মোটেও সুখের নয়। স্ত্রী হাসিন জাহান তার বিরুদ্ধে একের পর এক মামলা করে যাচ্ছিলেন। সেই সময় আত্মহত্যার ভাবনাও এসেছিল শামির মনে। সম্প্রতি অজ্ঞাত কারণে আত্মহত্যা করেছেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তাঁর এই অকাল মৃত্যু স্পর্শ করেছে শামিকে। নিজের জীবনের উদাহরণ টেনে বলেছেন, কিভাবে তিনি আত্মহত্যার ভাবনা এড়াতে পেরেছিলেন।

শামি বলেছেন, ‘হতাশা এমন একটা সমস্যা, যেখানে অন্যের মনোযোগ পাওয়াটা জরুরি। এটা খুব দুঃখের যে, সুশান্ত সিং রাজপুতের মতো অসাধারণ এক অভিনেতার জীবন চলে গেল। ও ছিল আমার বন্ধু। ইশ, যদি কথা বলতে পারতাম ওর সঙ্গে। তাহলে ওর অবসাদের ব্যাপারে জানতে পারতাম। আমার ক্ষেত্রে আমার পরিবার খারাপ সময়ে পাশে থেকেছে, যত্ন নিয়েছে। আমার যে লড়াই করা দরকার, সেই উপলব্ধি আমার মনে এনে দিয়েছে।’

স্ত্রী হাসিন জাহানের সঙ্গে সম্পর্কে অবনতির সময় হতাশা সঙ্গী হয়েছিল শামিরও। তার বিরুদ্ধে পরকীয়া-সহ একগুচ্ছ অভিযোগ এনেছিলেন হাসিন। সেই সময় আত্মহত্যার ভাবনাও মাথায় এসেছিল তার। সেই কঠিন মুহূর্তে পরিবারকে পাশে পেয়েছিলেন এই ডানহাতি পেসার। শামির কথায়, ‘আমিও আত্মহত্যার কথা ভেবেছিলাম। কিন্তু সেই সময়টায় আমাকে কখনই একা থাকতে দেয়নি পরিবারের সদস্যরা। কেউ না কেউ ঠিক পাশে থাকত, কথা বলত আমার সঙ্গে। আধ্যাত্মিক ভাবনাও মানসিক শক্তি জুগিয়েছিল। ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলা বা কাউন্সেলিং হলো সেরা উপায়।’

নিজের ওই খারাপ সময়ে ভারতীয় ক্রিকেটারদেরও পাশে পেয়েছিলেন শামি, ‘মানসিক চাপ শারীরিক শক্তিতে প্রভাব ফেলে। তবে অন্যদের সঙ্গে কথা বললে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আমি সৌভাগ্যবান যে, জাতীয় দলের সাপোর্ট স্টাফ থেকে বিরাট কোহলি, সবাইকে পাশে পেয়েছি। আমরা একটা পরিবারের মতো ছিলাম। সতীর্থরা আমাকে বোঝাত যে, আমার সমস্ত রাগ আর হতাশা যেন ২২ গজে বলের সঙ্গে ছুড়ে ফেলি। আমি খুশি যে সেই কঠিন সময়টা কাটিয়ে উঠতে পেরেছি।’

Leave A Reply

Your email address will not be published.