২০ বছরে চীন থেকে ৫টি সংক্রামক রোগ এসেছে, দাবি যুক্তরাষ্ট্রের

314

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো করোনার উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়ানের দাবি, গত ২০ বছরে চীন থেকে পাঁচটি সংক্রামক রোগ এসেছে।এবারের করোনার সংক্রমণের জন্যও চীনকে দায়ী বলে মনে করেন তিনি।

মঙ্গলবার হোয়াইট হাউজে সাংবাদিকদের করোনা নিয়ে ও’ব্রায়ান বলেন, আমরা চীন থেকে এভাবে সংক্রামক রোগ বের হতে দিতে পারি না। আমরা গত ২০ বছরে চীন থেকে পাঁচটি সংক্রামক রোগ পেয়েছি। চীন থেকে সার্স, সোয়াইন ফ্লু, অ্যাভিয়ান ফ্লু সর্বশেষ করোনার মতো ভাইরাস ছড়িয়েছে।

এসময় করোনা ইস্যুতে চীনকে সাহায্য করার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে বলে সাংবাদিকদের জানান মার্কিন নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়ান। গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে উৎপত্তি হয় করোনা ভাইরাসের।

Leave A Reply

Your email address will not be published.