গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন আক্রান্ত ৬৩৬ জন, মোট ১৩,৭৭০

312

ঢাকা: দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ৬৩৬ জনের দেহে নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ১৩ হাজার ৭৭০ জন।

এ ছাড়া একই সময়ে এই রোগে আক্রান্ত হয়ে আরও আট জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২১৪ জনের মৃত্যু হলো। যারা মারা গেছেন সকলেই পুরুষ।

শনিবার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৩১৩জন। এ নিয়ে ২৪১৪জন করোনা রোগী সুস্থ হলেন।

Leave A Reply

Your email address will not be published.