দেশে করোনা রোগীদের নিয়ে যে সুখবর দিলো আইইডিসিআর

310

ঢাকা: গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন পর্যন্ত আক্রান্ত মোট ৪৯ জনের মধ্যে ১৯ জন সুস্থ হয়েছেন। তাদের মধ্যে ৮০ বছরের বয়সের একজন এবং ৬০ বছর বয়সের আরেকজন রোগী ছিলেন। তাই করোনা নিয়ে ভয় বা আতঙ্কের কিছু নেই।

সোমবার (৩০ মার্চ) রাজধানীর মহাখালী থেকে অনলাইন সংবাদ সম্মেলনে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান।

তিনি বলেন, নতুন সুস্থদের মধ্যে একজন চিকিৎসক এবং নার্স রয়েছেন।

ফ্লোরা বলেন, নতুন করে দেশে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। এখন মোট আক্রান্তের সংখ্যা ৪৯ জন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৫৩ জনের নমুনা নেওয়া হয়। এখন পর্যন্ত ১৩৩৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আইসোলেশন আছেন ৬২ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৩২ জন।

করোনা সংক্রমণ ঠেকাতে পরামর্শ তুলে ধরে তিনি আরও বলেন, কাশি শিষ্টাচার মেনে চলুন। ঘরের বাইরে যাবেন না। বার বার সাবান পানি দিয়ে হাত ধুবেন, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ থেকে দূরে থাকুন, বিদেশ থেকে আসতে না করুন, আপনারাও যাওয়া থেকে বিরত থাকুন।

Leave A Reply

Your email address will not be published.