মার্কিন দূতাবাসে হামলার, কুয়েতে ৪০০০ সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

247

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের বাগদাদে যুক্তরাষ্ট্র দূতাবাস কম্পাউন্ডে হামলা করেছে বিক্ষুব্ধ জনতা। এসময় তারা কম্পাউন্ডের কাছে প্রহরা চৌকিতে আগুন ধরিয়ে দেয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলায় উস্কানি দেয়ার জন্য ইরানকে দায়ী করেছেন। এর জন্য ইরানকে চরম মূল্য দিতে বলেও হুমকি দিয়েছিলেন তিনি। তার এ ঘোষণার মধ্যেই পশ্চিমা সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে কুয়েতে ৪০০০ প্যারাট্রুপার পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র সরকার।

সাম্প্রতিক সময়ে ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়াদের ওপর যুক্তরাষ্ট্র যে বিমান হামলা করেছিল, তারই জের ধরে বাগদাদে মার্কিন দূতাবাসে হামলার ঘটনা ঘটে। রবিবার ইরাকের পশ্চিমাঞ্চলে মিলিশিয়াদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র যে হামলা চালায়, তাতে অন্তত ২৫ জন যোদ্ধা নিহত হয়েছিল।

ইরাকের প্রতিবেশী দেশ ইরান। আর এই দুই দেশের খুব কাছেই কুয়েতের অবস্থান। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ৮২তম এয়ারবোর্ন ডিভিশনকে কুয়েতে দ্রুত ৪০০০ সৈন্য পাঠানোর বিষয়ে বলা হয়েছে। সূত্র: ফক্স নিউজ, ডেইলি মেইল

Leave A Reply

Your email address will not be published.