তীব্র তাপদাহে পুড়ছে সারাদেশ, যা বলছে আবহাওয়া অফিস

292

ঢাকা: কয়েকদিন ধরে সারাদেশে তীব্র তাপদাহ চলছে। বিশেষ করে শ্রমজীবি মানুষ যারা জীবিকার সন্ধানে সকালে বেরিয়ে রাতে ঘরে ফেরেন তাদের অবস্থা এখন করুণ। আবহাওয়া অফিস বলছে, আজ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকা, রাজশাহী, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, টাঙ্গাইল, সিলেট, চুয়াডাঙ্গা এবং যশোর অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরণের তাপপ্রবাহ চলছে এবং তা অব্যাহত ও বিস্তারলাভ করতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন থেকে জানা গেছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরম কিন্তু সহসা কমবে না বলে জানাচ্ছে আবহাওয়া অধিদফতর।

Leave A Reply

Your email address will not be published.