বাজেটকে ‘সাধারণভাবে ইতিবাচক’ হিসেবে আখ্যায়িত করলেন বি. চৌধুরী

277

ঢাকা: আসন্ন ২০১৯-২০ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটকে সাধারণভাবে ইতিবাচক হিসেবে আখ্যায়িত করেছেন বিকল্পধারার সভাপতি ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী। খবর ইউএনবি’র।

তবে তিনি বাজেটে মোবাইল ফোনে কথা বলার খরচ বৃদ্ধি, সঞ্চয়পত্রের লাভে দ্বিগুণ কর, কালো টাকা সাদা করার সুযোগ এবং ব্যাংক খাত সংস্কার ও শিক্ষার উন্নয়নে দৃঢ় পদক্ষপ না থাকার কথা সরকারকে স্মরণ করিয়ে দিয়েছেন।

শুক্রবার বিকল্পধারার বাড্ডার কার্যালয়ে বিকল্পধারা ও যুক্তফ্রন্টের যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরী উপজেলায় ট্যাক্স সেন্টার করার প্রস্তাবের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, এটা সরকারের একটি ভালো উদ্যোগ।

ক্যান্সারের ওষুধের দাম কমানোর প্রস্তাবের জন্যও তিনি সরকারকে সাধুবাদ জানান।

বাজেটের বিস্তারিত নিয়ে যুক্তফ্রন্টের উদ্যোগে অচিরেই একটি গোল টেবিল বৈঠকের আয়োজন করা হবে বলে জানান তিনি।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য শমশের মবিন চৌধুরী ও গোলাম সারোয়ার মিলন, বিএলডিপির চেয়ারম্যান নাজিমউদ্দিন আল আজাদ প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.