ক্রাইস্টচার্চ হামলা : সন্ত্রাসবাদের মামলায় অভিযুক্ত ব্রেন্টন

293

আর্ন্তজাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের জুমার নামাজের সময় আল নূর ও লিনউড মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যাকারী ব্রেন্টন ট্যারেন্টকে সন্ত্রাসবাদের মামলায় অভিযুক্তি করা হয়েছে।

মঙ্গলবার নিউজিল্যান্ডের পুলিশ জানিয়েছে, ব্রেন্টনকে সন্ত্রাসবাদের জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।২৮ বছর বয়সী ব্রেন্টন ট্যারেন্ট অস্ট্রেলিয়ার নাগরিক। ব্রেন্টনের বিরুদ্ধে ইতোমধ্যে হত্যা মামলা চলমান এবং ৪০ জনকে হত্যাচেষ্টাও মামলাও রয়েছে তার বিরুদ্ধে। 

গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের দু’টি মসজিদে হামলা চালিয়ে তিনি ৫১ জনকে গুলি করে হত্যা করেন। হতাহতদের মধ্যে বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়া নাগরিক ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.