১৫ মে থেকে বাজারে মিলবে রাজশাহীর আম

372

বিজনেস ডেস্ক : চলতি মৌসুমে রাজশাহীতে আম পাড়ার সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ মে। সে অনুযায়ী ওইদিন থেকেই রাজশাহীর বাজারে পাওয়া যাবে সুমিষ্ট বৈশাখী মধু আম। পরবর্তীতে সারাদেশেও ওই আম পাওয়া যাবে।

আজ রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ফল সংগ্রহ, সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ক এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস এম আবদুল কাদের।

সভায় সিদ্ধান্ত হয়, ১৫ মে থেকে গুটি আম পাড়া যাবে। এরপর পর্যায়ক্রমে অন্য আম পাড়া যাবে। এর মধ্যে গোপালভোগ ২০ মে, হিমসাগর বা ক্ষীরসাপাত ২৮ মে, লক্ষণভোগ ২৫ মে, ল্যাংড়া ৬ জুন, আম্রপালি ১৬ জুন, ফজলি ও সুরমা ফজলি ১৬ জুন এবং আরশিনা আম পাড়া যাবে ১ জুলাই থেকে।

এই সভায় রাজশাহীর সব উপজেলার চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, আম চাষি ও আম ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.