প্যারিসে ৮৫০ বছরের পুরনো গির্জায় ভয়াবহ আগুন

254

আর্ন্তজাতিক ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত ৮৫০ বছরের পুরনো মধ্যযুগীয় স্থাপত্য নটর ডেম ক্যাথেড্রালে (গির্জায়) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার বিকেলে ক্যাথেড্রাল থেকে আগুনের ধোঁয়া উঠতে দেখা যায়। খবর দ্য গার্ডিয়ান’র।

কর্তৃপক্ষ ধারণা করছে, ভবনটিতে মেরামত কাজের সময় এ অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। কর্তৃপক্ষের বরাত দিয়ে আরও জানানো হয়, আগুন লাগার পরপরই ভবনটি ঘিরে ফেলা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।প্যারিসের মেয়র আন্নে হিদালগো এটিকে ভয়ঙ্কর আগুন বলে বর্ণনা করেছেন। তিনি সবাইকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে বলেছেন।

এর আগে, গত ৫ ফেব্রুয়ারি প্যারিসের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ জন নিহত হন। আহত হন আরও ২৬ জন।

Leave A Reply

Your email address will not be published.