‘কোন কোন মুসলিম শাসক আমেরিকা ও ইহুদিবাদের ভৃত্য’

275

আর্ন্তজাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, মুসলিম দেশগুলোর কোনো কোনো শাসক কুরআন মেনে কাজ করেন না এবং তারা হচ্ছেন আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের ভৃত্য ও অনুসারী। ইরানে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হাফেজ ও ক্বারিদের এক সমাবেশে তিনি সোমবার এ কথা বলেন।

সর্বোচ্চ নেতা বলেন, পবিত্র কুরআন পৃথিবীতে সম্মান-মর্যাদা, কল্যাণ, উন্নয়ন, শক্তি-সামর্থ্য, সংহতি ও সুন্দর জীবন ব্যবস্থা এবং পরকালের সুখ-শান্তির ক্ষেত্র প্রস্তুতকারী হিসেবে কাজ করে। কিন্তু বর্তমানে কোনো কোনো মুসলিম দেশের শীর্ষ নেতা সিরিয়া ও ইয়েমেন যুদ্ধের মতো সংঘাত এবং মুসলমান হত্যার ক্ষেত্র তৈরির ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।তিনি বলেন, বর্তমানে মুসলিম বিশ্ব তথা গোটা মানব সমাজের অধিকাংশ সমস্যা ও সংকটের কারণ হচ্ছে পবিত্র কুরআনকে অনুসরণ না করা। আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, আল্লাহর রহমতে ইসলামি প্রজাতন্ত্র ইরানে কুরআনের শিক্ষা ও জ্ঞানের প্রতি সব শ্রেণীর মানুষ বিশেষকরে তরুণদের আগ্রহ ক্রমেই বাড়ছে।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, কুরআনের প্রতি এই আগ্রহই ইসলামি প্রজাতন্ত্রের কল্যাণ, উন্নয়ন ও সম্মানের উৎস হিসেবে কাজ করবে।

Leave A Reply

Your email address will not be published.