মহান স্বাধীনতা দিবসে গুগলের ডুডল

235

ঢাকা: আজ ২৬শে মার্চ বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশেষ ডুডল তৈরি করেছে বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। সারাদিন তাদের গুগল হোমপেজে এই ডুডল দেখা যাবে।

মঙ্গলবার (২৬ মার্চ) বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা দিবস। প্রতিটা বিশেষ দিন উপলক্ষে গুগল তার হোমপেজে ডুডল তৈরি করে থাকে।

ডুডলটিতে দেখা যায়, তিন জন মাঝি তিনটি নৌকা বাইছে। এর মধ্যে দু’টি নৌকায় মাঝির সঙ্গে বিভিন্ন পণ্য ও অপর নৌকাটিতে কেবল একজন মাঝিকে দেখা যায়।

উল্লেখ্য, বিশেষ কোনো দিন কিংবা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে সঙ্গতিপূর্ণ নকশার যে লোগো তৈরি করে গুগল, একেই বলা হয় ডুডল।

Leave A Reply

Your email address will not be published.