‘ঘুম থেকে না ওঠা’ নিয়ে আদালতকে যা জানালেন খালেদা

267

ঢাকা: নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাজিরা দেওয়ার জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে।

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আগের ডেটে আদালতে আসার জন্য আমি রেডি ছিলাম। আমাকে আনা হয়নি। অথচ বলা হয়েছে, আমি নাকি ঘুমিয়ে ছিলাম। তাই আমাকে আদালতে আনা যায়নি। এই তথ্য সঠিক নয়।

আজ রবিবার দুপুরে ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নং বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে শুনানিকালে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়া আরও দাবি করেছেন, গত তারিখে তিনি রেডি হয়ে বসে ছিলেন। কেউ তাকে আনতে যায়নি।

ওই দিন নাইকো মামলার অভিযোগ গঠনের শুনানিতে অংশ নিতে বেগম খালেদাকে আদালতে হাজির করার কথা ছিল। কিন্তু সাবেক এই প্রধানমন্ত্রীকে আদালতে আনা হয়নি। রাষ্ট্রপক্ষ বলেছিল, খালেদা জিয়া ঘুমিয়ে আছে, তাই হাজির করা হয়নি।

এদিন দুপুর সাড়ে ১২টায় পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার ৯ নং বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে তাকে হাজির করা হয়। শুনানি শেষে দুপুর ১টা ৫০ মিনিটে আবারো কারাগারে নিয়ে যাওয়া হয়। দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে এই কারাগারেই তিনি বন্দী আছেন।

Leave A Reply

Your email address will not be published.