সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ায় পাকিস্তানকে খেসারত দিতে হবে: ইরান

246

আর্ন্তজাতিক ডেস্ক: সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ায় পাকিস্তানকে মারাত্মক খেসারত দিতে হবে বলে হুশিয়ারি করেছে ইরান। বুধবার সীমান্তের কাছে সিস্তান-বেলুচিস্তান প্রদেশের কাছে সুন্নি বিদ্রোহী জইশ আল আদলের সন্ত্রাসী হামলায় অভিজাত বিপ্লবী গার্ড বাহিনীর ২৭ জওয়ান নিহত হন। এ ঘটনায় বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফর চিরশত্রু সৌদি আরব ও আমিরাতের দিকে আঙুল তুলেছেন। দেশ দুটি পাল্টা অভিযানের শিকার হবে বলেও হুমকি দিয়েছেন তিনি। তবে সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার কথা অস্বীকার করেছে পাকিস্তান, সৌদি আরব ও আরব আমিরাত। খবর এনডিটিভি’র।

তিনি বলেন, বিপ্লববিরোধী এ গোষ্ঠীটির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পাকিস্তানের সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোর অনীহা কেন? কোনো সন্দেহ নেই, পাকিস্তানকে এর চড়ামূল্য দিতে হবে।নিহত জওয়ানদের দাফনের সময় উপস্থিত লোকজনের সামনে জাফরি বলেন, গত এক বছরে ছয় থেকে সাতটি সন্ত্রাসী হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে। কিন্তু তারা এ হামলাটি চালাতে সক্ষম হয়েছে। আমাদের শহীদদের রক্তের বদলা নেব আমরা।

Leave A Reply

Your email address will not be published.