ইউএই’র সঙ্গে বাংলাদেশের ৪টি সমঝোতা স্মারক সই

270

নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে (ইউএই)  চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ। খবর ইউএনবি’র।

বন্দর, শিল্প পার্ক, এলএনজি টার্মিনাল, বিদ্যুৎকেন্দ্র ও বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের ওপর দুদেশের মধ্যে এসব এমওইউ সই হয়েছে।

রবিবার আবুধাবির সেন্ট রেগিস হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব এমওইউ স্বাক্ষরিত হয় ।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস সচিব ইহসানুল করিম ও ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।

পরে স্বাক্ষর অনুষ্ঠান সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র সচিব শহীদুল হক।

উল্লেখ্য, আবুধাবিতে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী-২০১৯ এ যোগ দিতে এমওইউ সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকাল ৭টায় প্রধানমন্ত্রীর দেশে ফেরার সময়সূচি রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.