সিমিট প্রতিনিধিদের সাথে বৈঠকে যা বললেন কৃষিমন্ত্রী

269

ঢাকা: দেশে ভুট্টা উৎপাদন আরও বাড়ানোর তাগিদ দিয়ে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রতি বছর আমাদের ৩০ লাখ মেট্রিক টন ভুট্টা আমদানি করতে হয়। এই আমদানি কমিয়ে আনতে দেশে আরো বেশি ভুট্টা উৎপাদন করতে হবে।

আজ রোববার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজে কক্ষে আন্তর্জাতিক গম ও ভুট্টা উন্নয়ন কেন্দ্রের (সিমিট) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন মন্ত্রী। বৈঠকে সিমিট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডিরেক্টর জেনারেল মার্টিন ক্রোপফ।

বৈঠকে কৃষিমন্ত্রী বলেন, আমাদের দেশের জলবায়ু ও আবহাওয়া ভুট্টা চাষের উপযোগী। দেরিতে হলেও আমাদের দেশে ভুট্টা আবাদের এলাকা ও উৎপাদন দিনে দিনে বাড়ছে। আবহাওয়া ও জলবায়ুর কারণে আমাদের গম উৎপাদন কমে যাচ্ছে। আমাদের ভুট্টা উৎপাদন আরও বাড়াতে হবে। এখন আমাদের ৩০ লাখ মেট্রিক টন ভুট্টা আমদানি করতে হয়। দেশের পোল্ট্রি  ও  মৎস্য খামারে এই পুষ্টিমানসম্পন্ন ভুট্টার বেশ চাহিদা রয়েছে। এছাড়া ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে ভুট্টার গুরুত্ব অপরিসীম।

প্রতিনিধি দলে ছিলেন ড. ব্রোওন গিয়ার্ড, ড. কবির ইকরামুল, ড. নারেশ চন্দ্র ডি বর্মা প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.