ইয়েমেনে আবারও বড় ধরনের হামলার হুমকি হুথিদের

260

আর্ন্তজাতিক ডেস্ক: গত সপ্তাহে ইয়েমেন সরকারের সামরিক পার্কে একটি মারাত্মক হামলার পর আরও বড় ধরনের ড্রোন হামলার হুমকি দিয়েছে দেশটির হুথি গোষ্ঠী। রোববার ইরান সমর্থিত গোষ্ঠী হুথি এ হুমকি দেয়। 

রাজধানী সানাতে হুথিদের একটি অনুষ্ঠানে হুথি মুখপাত্র ইয়াইয়া সারিয়া বলেন, বৃহস্পতিবার সেনা অধ্যুষিত লাহাজ প্রদেশে ড্রোন হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে। যা আগ্রাসনের বিরুদ্ধে বৈধ অভিযান। স্থানীয়ভাবে তৈরিকৃত ড্রোন মজুদ করা হচ্ছে।ইয়াইয়া সারিয়া বলেন, শীঘ্রই কৌশলগতভাবে মজুদকৃত ড্রোন দিয়ে একই সময়ে একাধিক সন্মুখ যুদ্ধে অভিযান চালানো হবে।

এদিকে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলায় আহত ইয়ামেনী শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা সালেহ তামাহ মারা গেছেন। সৌদি সেনাদের দখলে থাকা ইয়েমেনের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে হুথি সমর্থিতরা গত বৃহস্পতিবার ওই হামলা চালায়।

বৃহস্পতিবারের ওই হামলায় অন্তত সাতজন পদস্থ সেনা কর্মকর্তা মারা গেছেন। এছাড়াও ১১ জন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা আহত হয়েছেন। আহতদের মধ্যে ইয়ামেনের ডেপুটি চিফ অফ স্টাফ সালেহ আল যানদানি, সিনিয়র আর্মি কমান্ডার ফাদেল হাসান এবং লাহিজের গভর্নর আহমদ আবদুল্লাহ তুর্কিও রয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.