তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত জার্মানি-সুইডেন

286

আর্ন্তজাতিক ডেস্ক: তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জার্মানি ও সুইডেনের জনজীবন। বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি আঞ্চলের সড়ক। সেইসঙ্গে ট্রেন চলাচলসহ দেশ দু’টির অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শুক্রবার এই দুই দেশে এমন পরিস্থিতির সৃষ্টি হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা যায়।

সংবাদমাধ্যম বলছে, জার্মানির দক্ষাণাঞ্চলীয় অঙ্গরাজ্য বাভারিয়ার একটি রাস্তা বরফে ঢেকে যায়। আর এসময় ওই রাস্তায় আটকে থাকা একটি গাড়ির চালককে রেড ক্রসের সাহায্য করতে দেখা যায়। এছাড়া অঙ্গরাজ্যটিতে বৃহস্পতিবার তুষারঝড়ের কারণে একটি গাছ পড়ে নিহত হয় নয় বছরের এক ছেলে শিশু। এদিকে, শুক্রবার তুষাঝড় কিছুটা কম ছিল অস্ট্রিয়াতে। কিন্তু এই সপ্তাহের আগের দিনগুলোতে দেশটিতেও তীব্র মাত্রার তুষারপাত ছিল। এছাড়া গত সপ্তাহে অস্ট্রিয়াতে তুষারঝড়ে মারা গেছেন সাতজন। আর এ সপ্তাহের শুরুতে শনিবার নিখোঁজ হয়েছেন দুই হাইকার।

উল্লেখ্য, প্রায় এক সপ্তাহ ধরেই জার্মানি এবং সুইডেনসহ ইউরোপের আরও কয়েকটি দেশে তুষারঝড় মারাত্মকভাবে আঘাত হানছে। এতে ইউরোপজুড়ে প্রাণহানি সংখ্যাও বেড়ে চলেছে।

Leave A Reply

Your email address will not be published.