মার্কিন সিনেটের প্রস্তাবকে ‘হস্তক্ষেপ’ বলে প্রত্যাখান সৌদির

230

আর্ন্তজাতিক ডেস্ক: মার্কিন সিনেটের তীব্র সমালোচনা করেছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন যুদ্ধে মার্কিন সামরিক সহযোগিতা বন্ধে মার্কিন সিনেটের দেয়া প্রস্তাবকে ‘হস্তক্ষেপ’ হিসেবে উল্লেখ করে রিয়াদ রবিবার তা প্রত্যাখান করেছে।

এছাড়া দেশটি জামাল খাশোগি হত্যাকাণ্ডে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জড়িত থাকার যে অভিযোগ তুলেছে মার্কিন সিনেট এর তীব্র নিন্দা জানিয়েছে।এ ব্যাপারে সরকারি সৌদি প্রেস এজেন্সি পরিবেশিত এক বিবৃতিতে বলা হয়, ‘সৌদি আরব মার্কিন সিনেটের সর্বশেষ এই অবস্থানের নিন্দা জানিয়েছে। মার্কিন সিনেটের আনা এমন অভিযোগের কোন ভিত্তি নেই। এটি সৌদি আরবের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ। রিয়াদ যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ প্রত্যাখান করছে।

সূত্র: এএফপি

Leave A Reply

Your email address will not be published.