২৮৮ ইভিএম সেনাবাহিনীর কাছে হস্তান্তর

324

নিউজ ডেস্ক: চট্টগ্রাম-৯ আসনের ১৪৪টি কেন্দ্রের ২৮৮টি ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে নির্বাচন কমিশন।

ঢাকা থেকে নেয়া মেশিনগুলো আজ সোমবার (১৭ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের প্যারেড ময়দানে নিয়ে যাওয়া হয়। সেখানে নির্বাচন কমিশনের কর্মকর্তারা ইভিএম হস্তান্তর করেন।

পরবর্তীতে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত তিনবাহিনীর কর্মকর্তাদের কাছে মেশিনগুলো বুঝিয়ে দেয়া হয়। প্রতিটি কেন্দ্রে দু’টি করে ইভিএম ব্যবহার করা হবে।

আগামী ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ সহ মোট ৬টি আসনের সবগুলো কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Leave A Reply

Your email address will not be published.