যুক্তরাষ্ট্রকে আবারও উত্তর কোরিয়ার হুঁশিয়ারি

258

আর্ন্তজাতিক ডেস্ক: আবারও উত্তপ্ত হয়ে উঠছে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক। নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করায় মার্কিন প্রশাসনকে হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। এ নিষেধাজ্ঞার তীব্র নিন্দা কিমের দেশ জানিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে পরমাণু নিরস্ত্রীকরণ কর্মসূচি চিরতরে বন্ধ করে দেওয়া হবে।

এ ব্যাপারে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, মার্কিন প্রশাসন গত ৬ মাসে আটবার উত্তর কোরিয়ার বিরুদ্দে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এদিকে উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন প্রশাসন যেসব অভিযোগের ভিত্তিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার সবগুলোই বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। কেসিএনএ আরও জানায়, চলতি বছরের জুনে সিঙ্গাপুরে দুই দেশের মধ্যে আলোচনা হওয়ার পরও মার্কিন প্রশাসন উত্তর কোরিয়ার বিরুদ্ধে যেসব পদক্ষেপ নিচ্ছে তা ওই বৈঠকের পরিপন্থি। 

প্রসঙ্গত, মানবাধিকার লঙ্ঘনের দায়ে ট্রাম্প প্রশাসন সোমবার উত্তর কোরিয়ার তিন তিন শীর্ষস্থানীয় কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সূত্র: বিবিসি ও গার্ডিয়ান

Leave A Reply

Your email address will not be published.