‘আমি মোটেও মনে করি না নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বলে কিছু আছে’

250

ঢাকা: লেভেল প্লেয়িং ফিল্ড কথাটা এখন অর্থহীন কথায় পর্যবসিত হয়েছে মন্তব্য করে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ‘আমি মোটেই মনে করি না নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বলে কিছু আছে। 

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সোমবার সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে বলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মাহবুব তালুকদার বলেন, ‘আমি কখনো তার বক্তব্যের বিরোধীতা করি না। তিনি তার কথা বলেন। আমি প্রয়োজনে আমার ভিন্ন মত প্রকাশ করি। আপনারা তো সাংবাদিক আপনারা দেশের সব খবর রাখেন। সবকিছু দেখেন। আপনারা নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করুন নির্বাচনে এখন লেভেল প্লেয়িং ফিল্ড আছে কি না তাহলে উত্তর পেয়ে যাবেন।

সারাদেশ থেকে বিরোধী দলের প্রচারে নানা অভিযোগ আসছে। এ অবস্থায় অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব কি না সাংবাদিকদের করা আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আশাবদি মানুষ। এখনও যে সময়টুকু আছে তাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি পালন করতে হবে।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির বিচারকদের আরও বেশি কার্যকর ভূমিকা পালন করা উচিত। আমি মনে করি সেনাবাহিনী মাঠে নামলে পরিস্থিতি আশাব্যাঞ্জকভাবে পালটে যাবে। ’

সব দলের অংশগ্রহণে নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু হবে বলে সিইসির বক্তব্যের বিষয়ে কমিশনার মাহবুব বলেন, সব দল অংশগ্রহণ করলে অংশগ্রহণমূলক নির্বাচন বলা হয়। সুষ্ঠু নির্বাচনর সঙ্গে এর সম্পর্ক নেই। নির্বাচন অংশগ্রহণমূলক হওয়া একটি প্রাথমিক প্রাপ্তি। আসল কথা হচ্ছে নির্বাচন গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য হচ্ছে কি না? নির্বাচন গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য না হলে অংশগ্রহণমূলক হলেও কোনো লাভ নেই। ’

নির্বাচনকে সাফল্যমণ্ডিত করতে সবার সহায়তা কামনা করে তিনি বলেন, ‘নির্বাচনী আচরণবিধি সবাই মেনে চলুন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ আইনের বাইরে যাবেন না। ’

Leave A Reply

Your email address will not be published.