‘ইসরায়েলের ভেতরে যুদ্ধের পরিকল্পনা হচ্ছে’

220

আর্ন্তজাতিক ডেস্ক: ইসরায়েলের সেনাবাহিনী হিজবুল্লাহর টানেল বন্ধের নামে লেবানন সীমান্তে সামরিক অভিযান শুরু করেছে। ইসরায়েল দাবি করছে, হিজবুল্লাহ ইসরায়েল অধিকৃত এলাকার কাছে এসব টানেল তৈরি করেছে। মঙ্গলবার এক টুইটা বার্তায় এ অভিযানের কথা জানিয়েছে ইসরায়েল।

টুইট বার্তায় বলা হয়েছে, লেবানন সীমান্তবর্তী মেতুলাসহ কয়েকটি এলাকাকে ‘সামরিক জোন’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এক সপ্তাহ মতো এ অভিযান চলবে বলে অন্য এক সেনা কর্মকর্তা আভাস দিয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র লেপটেন্যান্ট কর্নেল জনাথন কনরিকাস দাবি করেছেন, ইসরায়েল অধিকৃত এলাকায় কয়েকটি টানেল তৈরি করা হয়েছে। তবে চলমান সামরিক অভিযান লেবাননের ভেতরে চালানো হবে না বরে তিনি জানান।

কনরিকাস জানান, এসব টানেল এখনো সামরিক অভিযানের জন্য প্রস্তুত করা হয়নি এবং এখনই সেগুলো ইসরায়েলের জন্য হুমকি হয়ে দেখা দেয়নি। তিনি দাবি করেন, ইসরায়েলের ভেতরে যুদ্ধের পরিকল্পনা করেছে হিজবুল্লাহ। সূত্র: রেডিও তেহরান

Leave A Reply

Your email address will not be published.