মোদিকে সাহায্য করতে পাকিস্তানকে বার্তা দিল যুক্তরাষ্ট্র

219

আর্ন্তজাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য পাকিস্তানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সাহায্য করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিস জানান, দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য আফগান তালিবানদের সঙ্গে শিগগিরই শান্তি বৈঠকের উদ্যোগ নেওয়া প্রয়োজন পাকিস্তানের৷

ভারত-মার্কিন প্রতিরক্ষা সম্পর্ক আরও মজবুত করতে যুক্তরাষ্টে অবস্থান করছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ৷ সোমবার তাঁকে স্বাগত জানান মার্কিন প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিস৷এসময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে আফগান ইস্যুতে মুখ খোলেন তিনি।

তিনি জানান, এই বিষয়ে এগিয়ে আসা উচিত পাকিস্তানের৷ ম্যাটিস বলেন, “আফগানিস্তানে দীর্ঘদিন ধরে যে যুদ্ধ চলছে, তা বন্ধ করতে সকলের এগিয়ে আসা উচিত৷ আমি আশা করব সকল দায়িত্ববান রাষ্ট্র এ কাজে এগিয়ে আসবে এবং ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে সাহায্য করবে৷ জাতিসংঘ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে কাজ করছেন তাতে সাহায্য করবে পাকিস্তান৷”

কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছিলেন, সন্ত্রাসবাদকে নির্মূল করতে আমেরিকাকে সাহায্য করছে না পাকিস্তান৷ সম্প্রতি পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে একটি চিঠিও লেখেন তিনি৷ যেখানে বলা হয়, আফগান তালিবানদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর লড়াই বন্ধ করে, শান্তি আলোচনা শুরু করতে ইচ্ছুক আমেরিকা এবং এই কাজে পাকিস্তানের সাহায্যপ্রার্থী তারা৷

আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠান লক্ষ্যে গত নভেম্বরে প্রথমবারের জন্য আফগান তালিবানদের সঙ্গে বেসরকারি বৈঠকে বসে আমেরিকা, রাশিয়া, ভারত, চীন, ইরান, উজবেকিস্তান ও পাকিস্তান৷ রাশিয়ায় অনুষ্ঠিত হওয়া সেই বৈঠকে ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কূটনীতিবিদ টিসিএ রাঘবন ও অমর সিং৷ এর আগেই মার্কিন অনুরোধেই আফগান তালিবান নেতা আবদুল ঘানি বারাদরকে মুক্তি দেয় পাকিস্তান৷

সূত্র: সংবাদ প্রতিদিন।

Leave A Reply

Your email address will not be published.