বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করলো ব্রিটেন

204

ঢাকা: বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ডিসেম্বর থেকে আনুষ্ঠানিক ক্যাম্পেইন শুরু হবে। ওই সময়ে রাজনৈতিক সভা-সমাবেশ থেকে যে কোন ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হওয়ারসমূহ আশঙ্কা রয়েছে।

এই অবস্থায় বৃটিশ নাগরিকদের বাংলাদেশে ভ্রমণকারী রাজনৈতিক সভা-সমাবেশ এবং বড় জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেয়া হচ্ছে। মঙ্গলবার ব্রিটিশ ফরেন অফিসের জারি করা এক সতর্কবার্তায় এ কথা বলা হয়েছে।

এছাড়া ওই সতর্কতবার্তায় আরো জানানো হয়, সন্ত্রাসী হামলার জন্য বাংলাদেশ খুব ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়। ভবিষ্যতে এ ধরনের হামলায় বিদেশী নাগরিকদের সরাসরি আক্রমণ করা হতে পারে বলে সতর্ক করা হয়।

সেই সঙ্গে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় স্থানীয় প্রশাসনের সহযোগিতা নেয়ার পরামর্শ দেয়া হয়। চট্টগ্রাম অঞ্চলে মিয়ানমার বাহিনী ২০১৭ সাল থেকে সহিংসতা শুরু করেছে। যার ফলে মিয়ানমার সংলগ্ন সীমান্তে বাংলাদেশে প্রচুর রোহিঙ্গা শরণার্থী আশ্রয় গ্রহণ করেছে।

প্রতিবছর ব্রিটেন থেকে প্রায় দেড় লক্ষ নাগরিক বাংলাদেশ ভ্রমণ করেন। তাদের বেশিরভাগই হয় ঝামেলামুক্ত।

Leave A Reply

Your email address will not be published.