সরকারি কাজে ইভানকার ব্যক্তিগত ইমেইলের ব্যবহার

278

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে, হোয়াইট হাউসের শীর্ষ উপদেষ্টা ইভানকা ট্রাম্প সরকারি কাজের শত শত ইমেইল ব্যক্তিগত ইমেইল একাউন্ট ব্যবহার করে পাঠিয়েছেন। গত বছর তিনি এ ঘটনা ঘটিয়েছেন। খবর বিবিসির।

ইমেইলগুলো তিনি পাঠিয়েছেন হোয়াইট হাউসের বিভিন্ন সহযোগী, মন্ত্রীপরিষদের সদস্য ও ইভানকার নিজের সহকারীদেতর কাছে।

বিবিসি জানিয়েছে, এর অনেক ক্ষেত্রেই ইভানকা সরকারি রেকর্ড সংক্রান্ত যে গোপনীয়তা বজায় রাখার নিয়ম আছে, তা লঙ্ঘন করেছেন।

একই কাজ করার কারণে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডেমোক্রেট দল থেকে প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে নির্দয়ভাবে সমালোচনা করেছিলেন তার বাবা ট্রাম্প। হিলারি ক্লিনটন পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে তার ব্যক্তিগত ইমেইল সার্ভার ব্যবহার করেছিলেন। এ জন্য তাকে ‘ক্রকড হিলারি’ বলে আখ্যায়িত করেছিলেন ট্রাম্প।

আরও বলেছিলেন, তাকে জেলে পাঠানো উচিত।

তবে এবার ইভানকার ইমেইল ব্যবহার নিয়ে প্রশ্নের তাৎক্ষণিক কোনও জবাব দেয়নি হোয়াইট হাউস।

Leave A Reply

Your email address will not be published.