শতভাগ ক্ষমতা প্রয়োগ না করলে ইসি দায়ী থাকবে: বি. চৌধুরী

289

ঢাকা: যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ. কিউ. এম. বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, সংবিধানে নির্বাচন কমিশনকে যেসব ক্ষমতা দেওয়া হয়েছে, সুষ্ঠু নির্বাচনের জন্য সে সব ক্ষমতা একশ ভাগ প্রয়োগ করলেই তারা দেশবাসীর বিশ্বাস অর্জন করতে পারবেন। না হলে তারা (নির্বাচন কমিশন) ইতিহাসের কাছে দায়ী থাকবেন।

রাজধানীর মধ্য বাড্ডায় বিকল্পধারার নির্বাচনী কার্যালয়ে আজ সাংবাদিকেদের এ সব কথা বলেন বিকল্পধারার প্রেসিডেন্ট। এর আগে বিকল্পধারার প্রেসিডেন্ট বি. চৌধুরীর নেতৃত্বে মনোনয়ন বোর্ড ২০ জন মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী বীরবিক্রম, যুক্তফ্রন্টের প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন, প্রেসিডিয়াম সদস্য আবদুর রউফ মান্নান, এস.এম গোলাম রেজা, এম.এম, শাহীন, মযহারুল হক শাহ চৌধুরী, অধ্যাপক আনোয়ারা বেগম ও বিকল্পধারার সহ-সভাপতি মাহবুব আলী।  বুধবার সকাল ১১ থেকে আবার সাক্ষাৎকার গ্রহণ শুরু হবে।

Leave A Reply

Your email address will not be published.