খাশোগি হত্যার বিচারের প্রতিশ্রুতি দিলেন সৌদি বাদশাহ

229

আর্ন্তজাতিক ডেস্ক: সাংবাদিক জামাল খাশোগি হত্যার ন্যায় বিচারের প্রতিশ্রুতি দিলেন সৌদি আরবের বাদশাহ সালমান।

হত্যাকাণ্ড নিয়ে সরাসরি কিছু না বললেও তীব্র আন্তর্জাতিক চাপে থাকা সৌদি আরবের বাদশাহ সালমান সোমবার দেশটির পার্লামেন্টের বার্ষিক ভাষণে এই প্রতিশ্রুতি দেন। খবর বিবিসির।

তিনি বলেন, “কোনো অপরাধেরই বিচার না করে ছাড়া হবে না। আমার বিশ্বাস সৌদি আরবের বিচার ব্যবস্থা তার (খাশোগির) হত্যার ন্যায় বিচার নিশ্চিত করতে পারবেন।”

এদিকে সৌদি যুবরাজের নেওয়া সংস্কার কাজ অব্যহত থাকবে বলেও স্পষ্ট জানিয়েছেন বাদশাহ সালমান।

ভাষণ দেওয়ার সময় যুবরাজ মোহাম্মদ বিন সালমানও বসা ছিলেন পার্লামেন্টের সামনের সারিতে। আর তার পাশে বসা ছিলেন সৌদির গ্র্যান্ড মুফতি।
সৌদি যুবরাজই সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন বলে এরই মধ্যে দাবি করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)।

সৌদি আরবে যুবরাজ সালমানের প্রভাব বিশ্লেষণ করে সিআইএ বলছে, এই ধরনের একটি হত্যাকাণ্ড তার অনুমতি ছাড়া হতে পারে না।

এর আগে তুরস্কের পক্ষ থেকেও বারবার এই হত্যাকাণ্ডে সৌদি যুবরাজের সম্পৃক্ত থাকার অভিযোগ করে আসছিল।

গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রয়োজনীয় কাগজপত্র নিতে গিয়ে নিখোঁজ হন সৌদি সাংবাদিক জামাল খাশোগি।

প্রথম দিকে হত্যার দায় স্বীকার না করলেও পরে সৌদি সরকার স্বীকার করে, কনস্যুলেটের ভেতরে ‘ধস্তাধস্তিতে’ খাশোগি নিহত হন। এর দায়ে ১৮ জন অফিসারকে গ্রেফতার করে সৌদি সরকার।

Leave A Reply

Your email address will not be published.