ব্রিটিশ হাইকমিশনারের কাছে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি ড. কামালের

248

ঢাকা: ব্রিটিশ হাইকমিশনারের কাছে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। সোমবার বিকালে রাজধানীর বেইলি রোডস্থ নিজ বাসায় ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ দাবি জানান।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, আমরা নির্বাচনের প্রস্তুতি, মনোনয়নপত্র বিলি ও জমা নেওয়ার বিষয়ে তাকে জানিয়েছি। তত্ত্বাবধায়ক সরকার কিংবা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক এ কথাও জানিয়েছি। এই সরকার ব্যবস্থা এমন হবে যাতে- বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এর প্রধান হন, তবুও আমাদের সমস্যা থাকবে না। তবে প্রধানমন্ত্রী হিসেবে তার সাংবিধানিক কোনো ক্ষমতা থাকবে না। তবে নির্বাচন নিরপেক্ষ কিংবা বর্তমান সরকারের অধীনে যেভাবেই হোক আমরা নির্বাচন বয়কট করবো না।

ড. কামাল আরও বলেন, আমাদের দাবি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। সঙ্গে সঙ্গে আমাদের বর্তমান আন্দোলন চালিয়ে যেতে হবে। তবে আন্দোলন মানে এই না যে ভাঙচুর হবে।

Leave A Reply

Your email address will not be published.