নিউইয়র্কে যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য উৎসব

283

নিউইয়র্ক থেকে: আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ে একযোগে কাজের সংকল্প ব্যক্ত করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ বিরোধী যেকোন অপতৎপরতা প্রতিহত করার প্রত্যয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল যুক্তরাষ্ট্র যুবলীগ।

রোববার (১১ নভেম্বর) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের খাবার বাড়ি চত্বরে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগানে উত্তাল পরিবেশে বেলুন উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং যুবলীগের নেতা-কর্মীরা।

এ সময় বিপুল করতালির মধ্যে ফিতা কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভাসহ অন্যান্য কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা ড. প্রদীপ কর, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরীসহ অন্যান্য নেতারা।

এরপর পালকি পার্টি সেন্টারে স্থাপিত জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিব এবং যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল করিম মনির প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদর্শন করেন উপস্থিত নেতা-কর্মীরা।

‘গৌরব, ঐতিহ্য, সংগ্রাম, সাফল্যের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী’ ব্যানারের সামনে স্থাপিত মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় ভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক জামাল হোসেন এবং সঞ্চালনা করেন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গঠিত সাব-কমিটির সদস্য-সচিব ইফজাল আহমেদ।

সভায় বক্তরা বলেন, ‘সামনের জাতীয় নির্বাচনে যুক্তরাষ্ট্র যুবলীগের একদল কর্মী বাংলাদেশে গিয়ে নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রচারাভিযানে অংশ নেবেন। আর যারা যেতে পারবেন না তারাও টেলিফোনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ এলাকার প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করবেন।’

তারা উল্লেখ করেন, ‘ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়ে জননেত্রী শেখ হাসিনার বিচক্ষণতাপূর্ণ নেতৃত্বকেই স্বীকার করল এবং এভাবেই গোটাবিশ্বে শেখ হাসিনার নেতৃত্ব উজ্জ্বল থেকে উজ্বলতর হয়ে উঠছে।’

আলোচনায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড. প্রদীপ রঞ্জন কর, এম এ জলিল,  নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরল আমিন বাবু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য মিসবাহ আহমেদ, কাজী কয়েস, ফরিদ আলম, অ্যাডভোকেট শাহ বখতিয়ার, কামরুল হিরা, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মমতাজ শাহনাজ, যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক রহিমুজ্জামান সুমন, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেবুল মিয়া ও রিন্টু লাল দাস।

Leave A Reply

Your email address will not be published.