ওয়াশিংটনে আওয়ামী লীগ নেতাকর্মীদের মত বিনিময়

571

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামাতের ষড়যন্ত্র রুখে দেয়ার লক্ষ্যে ওয়াশিংটনে আওয়ামী লীগ নেতাকর্মীদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ অক্টোবর) সন্ধ্যায় মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সহ-সভাপতি জি আই রাসেলের অ্যাশবার্ন ভার্জিনিয়ার বাসভবনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভা যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ নেতা দস্তগীর জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি সাদেক এম খান, সিনিয়র সহ-সভাপতি শিব্বীর আহমেদ, সহ-সভাপতি আনোয়ার হোসাইন, সহ-সভাপতি মজিবুর রহমান খান, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অমর ইসলাম, বাঙালি ফাউন্ডেশন সভাপতি জীবক বড়ুয়া, বৃহত্তর ওয়াশিংটন আওয়ামী যুবলীগ সভাপতি দেওয়ান আরশাদ আলী বিজয়, বৃহত্তর ওয়াশিংটন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম প্রমুখ।

সভায় আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় ছিনিয়ে আনার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য মত ব্যক্ত করেন বক্তারা।

Leave A Reply

Your email address will not be published.