‘ইসরায়েলের ধ্বংসের সময় ঘনিয়ে এসেছে’

238

আর্ন্তজাতিক ডেস্ক: তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব বলেছেন, ইমাম হুসাইন (আ) ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন ও বাহরাইনের জনগণের আদর্শ এবং তিনি বিশ্বের মুক্তিকামী মানুষকে বীরত্বের শিক্ষা দিয়েছেন।

ইরানের বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ হাসান আবু তোরাবি ফার্দ শুক্রবার তেহরানের জুমা নামাজের খোতবায় এই মন্তব্য করেন।

তিনি বলেন, ইরানের ওপর চাপিয়ে-দেয়া আট বছরের প্রতিরোধ যুদ্ধে আশুরার শিক্ষার প্রতিফলন ঘটেছিল এবং তা লেবানন ও ইরাকের জনগণকে দাম্ভিক ও আধিপত্যকামী শক্তিগুলোর মোকাবেলায় রুখে দাঁড়ানোর শিক্ষা দিয়েছে।

হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ হাসান আবু তোরাবি ফার্দ ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইসরায়েলের নেতানিয়াহু ও সৌদি যুবরাজ বিন সালমানের আচরণ বিশ্লেষণ করে বলেন, ইরানের গত ৪০ বছরের ভূমিকা ও অভিজ্ঞতা মার্কিন সরকার আর বিশ্ববাসীর কাছে স্পষ্ট।

হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ হাসান আবু তোরাবি ফার্দ প্রতিরোধ অক্ষের ব্যাপারে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উদ্বেগ প্রসঙ্গে বলেছেন, ইসরায়েলিরা জানে তাদের ধ্বংসের সময় ঘনিয়ে এসেছে।

Leave A Reply

Your email address will not be published.